রাঙামাটিতে ইটভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আমছড়ি গাড়িছড়া এলাকায় পাহাড় কাটার দায়ে এক ইটভাটা মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেসার্স জেবিএম ও ইউবিএম ব্রিকসের মালিক মো. সিরাজুল ইসলামকে (৪০) এই কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।

তিনি বলেন, উপজেলার এক ব্যক্তি দুইটি ইটভাটার জন্য একটি পাহাড়ের মাটি কিনে নেয়। পরে অভিযান চালিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্যিক আমদানির কিছু পণ্য অ্যাসাইকুডা সিস্টেম থেকে বাদ দেয়ার দাবি কাগজ ব্যবসায়ীদের
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু