রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আমছড়ি গাড়িছড়া এলাকায় পাহাড় কাটার দায়ে এক ইটভাটা মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেসার্স জেবিএম ও ইউবিএম ব্রিকসের মালিক মো. সিরাজুল ইসলামকে (৪০) এই কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।
তিনি বলেন, উপজেলার এক ব্যক্তি দুইটি ইটভাটার জন্য একটি পাহাড়ের মাটি কিনে নেয়। পরে অভিযান চালিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।