রাঙামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচি ঘিরে সংঘর্ষে জড়িয়েছেন জেএসএস ও ইউপিডিএফের নেতাকর্মীরা। শহরের রাজবাড়ী এলাকায় সংঘর্ষে দুই পক্ষেই আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ–পথে রাঙামাটি শহরের প্রবেশের চেষ্টা করেন ইউপিডিএফের নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকে শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি একটি গ্রুপ। অন্যদিকে কলেজ গেট এলাকায় ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হন।
টিটিসির মুখে সড়কে ইটপাটকেল ও অন্যান্য আসবাবপত্র ফেলে অবরোধ করেন জেএসএসের নেতাকর্মীরা। এছাড়া রাজবাড়ী এলাকায় নৌ–পথে ইউপিডিএফের নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার পর থেকে রাঙামাটি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিঅ্যান্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। শহরের পরিস্থিতি শান্ত রাখতে শহরে টহল দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় পুলিশকে রাস্তায় দেখা যায়নি। কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।