রাঙামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওয়াপদা কলোনিতে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে ওঠা বসতিতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্ন আয়ের মানুষ বলে জানান ওয়ার্ড কাউন্সিলর নুর নবী।