রাঙামাটিতে ড্রাইভিং–লাইসেন্স ও নাম্বারবিহীন অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে শহরের বনরূপা চৌমুহনী চত্বর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। অভিযানে ৮টি ড্রাইভিং–লাইসেন্স ও নাম্বারবিহীন অটোরিক্সা কে বিভিন্ন অপরাধে ৭ হাজার ৫শত টাকা ও অতিরিক্ত দামে ডিম বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ডিম ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজারের গোডাউনগুলোতে মজুদের পরিমাণ মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যাঁরা কৃত্রিম সংকট সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হবে। এ সময় সকল দোকানিকে বাধ্যতামূলক মূল্য তালিকা লাগানোর জন্য বলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।