রাঙামাটির কাউখালী উপজেলায় অনুমোদনহীন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা বন্ধ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিনব্যাপী এ অভিযান চালিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে ও স্ক্যাভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশে উপজেলার তিনটি অবৈধ ইটভাতাকে ১ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।