রাগলে তবে আগলে রেখো

কাজী নাজরিন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

হয়তো আশকারা দিয়েই

আমার জেদ অমন বাড়িয়ে দিলে,

জানো তো আজকাল পান থেকে

চুন খসলেই মাথায় প্রচুর জেদ চাপে।

মাঝেমধ্যে নিজে নিজেই দ্বিধায় পড়ি

ইশ! কেন? অমন করে বাঁকাটে

ভাব ধরেছি! হ্যাঁ সত্যিই তো,

আমি আবার রাগ পুষিয়ে রাখতে পারি না

তাইতো রাগ ঝেড়ে ফেলে নিজেকে মহারানী

ভাবা, আজকালকার চালচিত্র হয়ে উঠেছে।

পাল্টা সংঘর্ষ কেউ আজকাল বাঁধে না

আর তাইতো, তোমার রাজ্যে

আমি এক ঝগড়াটে রাজরানী।

আর হ্যাঁ, বরাবরের মতো আমায় তুমি

রাগলে তবে আগলে রেখো।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নছায়া
পরবর্তী নিবন্ধমানুষের প্রেম