জোয়ারের বর্ধিত পানিতে হাটহাজারীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অন্যদিকে হালদা নদীর তীরবর্তী রাউজানের প্রতিটি ইউনিয়নে এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার জোয়ারের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, বিনাজুরী, রাউজান পৌর এলাকার পশ্চিমাংশ গহিরা ও নোয়াজিশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করায় রান্নার চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না বলে ওসব এলাকার জনসাধারণ জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সময়ে অমাবশ্যার তিথি চলমান থাকলেও বৃষ্টি বাদলবিহীন পরিবেশে এভাবে জোয়ারের পানি বাড়তে দেখে তারা আশ্চর্য হচ্ছেন না। তারা মনে করছেন এমন পরিবেশে বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে।
পরিদর্শনে দেখা যায়, নোয়াপাড়ার চৌধুরী ঘাটকুল, পলোয়ানপাড়া, ঝিকুটিপাড়া, ইভলং, সামমাহলদার পাড়া, মোকামিপাড়া, সাকরদা, কছুখাইনের গ্রামীণ রাস্তাঘাট দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। একই অবস্থা বিরাজ করছে উরকিরচর, পশ্চিম গুজরাসহ নদী সাথে থাকা বিভিন্ন ইউনিয়নে। স্থানীয়রা বলেছেন, এমনিতে দীর্ঘ সময় ধরে রাস্তাঘাটের অবস্থা নাজুক। তার সাথে ভাঙা রাস্তার উপর পানির স্রোত প্রবাহিত হতে শুরু করায় সব রাস্তার অস্তিত্ব বিলিন হয়ে পড়বে। অনেকেই আশংকা করছেন, সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হলে হালদা পাড়ের মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়বে। কৃষি জমির বীজতলা ও মাছের পুকুর ভেসে যাবে।
হাটহাজারী : হাটহাজারীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে উপজেলার দক্ষিণাঞ্চলে জোয়ারের পানিতে বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার থেকে অমাবস্যা জো শুরু হয়। অমাবস্যা জোতে হালদা নদীতে জোয়ারের প্রকোপ বৃদ্ধি পেয়ে থাকে। জোয়ার বৃদ্ধির কারণে শুক্রবার বেলা ১টা থেকে গড়দুয়ারা মেখল ইউনিয়নের হাটহাজারী সদরের সাথে যোগাযোগের প্রধান সড়ক আজিজিয়া মজিজিয়া সড়ক ও মুফতি ফয়েজুল্লা সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যায়। এর ফলে এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে গাড়ি ও লোকজন চলাচল বন্ধ হয়ে পড়ে দুপুরের পর থেকে। স্থানীয় লোকজনকে এক প্রকার ঘরে বন্দি থাকতে হয়েছে।
উত্তর মাদার্শা ফতেয়াবাদ সড়কের বিভিন্ন স্থান জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই ইউনিয়নের মাদার্শা উচ্চ বিদ্যালয় থেকে মাদারীপুল সড়কের বিভিন্ন স্থানও পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। মদুনাঘাট বাজার জোয়ারের পানিতে ডুবে গেছে বলে জানান বাজারের ব্যবসায়ীরা। শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন অংশে জোয়ারের পানি ডুবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।