রাউজান লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের দিনব্যাপী সেবা কার্যক্রমের

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের যৌথ পরিচালনায় গতকাল রাউজান উপজেলার সুলতানপুরস্থ জগন্নাথবাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম সম্পন্ন হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, জিএসটি লায়ন মোরশেদুল হক চৌধুরী, গভর্নর এডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া, গভর্নর এডভাইজার লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, হাঙ্গার চেয়ারম্যান ও লিও এ্যাডভাইজর লায়ন মো. আবু নাসের রনি, সার্ভিস চেয়ারম্যান লায়ন ইসমাঈল চৌধুরী, প্রেসিডেন্ট অ্যাডভাইজর লায়ন সিলবাস্টার বার্নাডেট, সার্ভিস কমপ্লেক্স চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারম্যান লায়ন তারেক কামাল, সহসভাপতি লায়ন মো. আইয়ুব, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন দত্ত, লায়ন হাজী এনামুল হক, জয়েন্ট ট্রেজারার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও মাহমুদুন নবী, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, সেক্রেটারি লিও মারিয়া দিলশাদ, লিও উম্মে হাবিবা, লিও সৈয়দ শাহরিয়া, লিও মশিউর ইসলাম রাজু, লিও নাইমুল ইসলাম, লিও জাওয়াদ আজমাইন সাহিল, লিও সীমান্ত বড়ুয়া, তাহসিনুল ওয়ারা ইভান, ওয়াসিফ উদ্দিন চৌধুরী জিয়ন, সাদিয়া কুদ্দুস সাদিরা ও আঞ্জুমান আরা।

দিনব্যাপী চলা সেবা কার্যক্রমের মধ্যে ছিল ডিটিই ক্যাম্প, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি মেডিকেল চেকআপ, ডায়াবেটিস টেস্ট, খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ প্রভৃতি। স্থানীয় প্রায় তিন শতাধিক সেবাপ্রার্থী উক্ত আয়োজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা গ্রহণের সুযোগ পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর ইমারত নির্মাণ কমিটি ও রিহ্যাব সিডিএ সংক্রান্ত উপদেষ্টা কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধপাকিস্তানী ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ