রাউজান রমজান আলীহাটে আগুনে পুড়ল বসতঘর

রাউজান প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১২:৫৮ অপরাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের রমজান আলী হাটের পাশের নাথ পাড়ায় আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

জানা যায়, হঠাৎ সূত্রপাত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাড়ার লোকজনের চিৎকার আর আগুনের শিখা দেখে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাউজান দমকল বাহিনীর সদস্যরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির অন্যান্য ঘর রক্ষা পায়।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের রজতজয়ন্তী পুনর্মিলনী