রাউজান পৌর এলাকায় আগুনে পুড়েছে ৪ বসতঘর

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার সুলতানপুর কাজী পাড়ায় সোমবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি পরিবারের মালামালসহ বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে নগদ টাকাসহ তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে। ওই এলাকার কাউন্সিলর শওকত হাসান জানিয়েছেন আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও চারটি বসতঘর মালামালসহ পুড়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মো. হারুন, মো. রাশেদ, মো. পারভেজ, মো. কালুর পরিবার। গতকাল মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের জন্য ত্রান সহায়তা নিয়ে যান মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, সংসদ সদস্য তাকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিতে। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে। রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন তাদের পক্ষে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্তরা বলেছেন তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর নাঙ্গলমোড়া হালদায় ব্রিজ নির্মাণের দাবি ৩২ আইনজীবীর
পরবর্তী নিবন্ধজ্ঞান-বিজ্ঞান চর্চা ব্যতীত মুক্তি মিলে না