রাউজান পৌরসভার প্রায় ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ২০২৪২৫ অর্থ বছরের জন্য ১৮৩ কোটি ৯৩ লক্ষ ৫১ হাজার ৯৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ২২ লক্ষ ২০ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, রাউজান পৌরসভাকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আরও সুন্দর ও সমৃদ্ধ শহরে রূপান্তর করতে পৌর জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আনসার ও ভিডিপির চারা বিতরণ
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু