রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কামার পাড়ায় আগুনে পুড়েছে ২ পরিবারের বসতঘর। গতকাল শনিবার রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে অশোক কর্মকার ও নিহার রঞ্জন দাশের। বাড়ির অঞ্জন চৌধুরী বলেছেন রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের গাড়ি এসে বাড়ির অন্যান্য ঘর রক্ষা করতে পারলেও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ২ পরিবারের দাবি এই আগুনে তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে। এনজিও সংস্থার মাঠ কর্মী ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ মুন্নী দে’র দাবি তার ঘরে গ্রাহকদের কাছ থেকে আদায় করা সাড়ে ৪ লাখ টাকা জমা ছিল, কারফিউর কারণে ওই টাকা জমা দিতে না পেরে ঘরে রেখেছিলেন। আগুনে এই টাকাসহ তার দুই ভরি স্বর্ণলংকারও পুড়ে গেছে। নিহার রঞ্জনের ছেলে রাজিব দাশ বলেছেন তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।