রাউজান নোয়াপাড়ায় পাঁচজন গ্রেপ্তার

গোলাগুলির ঘটনা

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়ায় গোলাগুলির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান।

গ্রেপ্তারকৃত হলেনউপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো. ইদ্রিসের পুত্র মো. রুবেল (৩১), তার ভাই মো. জুয়েল (২৩), একই এলাকার মো. বাবুলের পুত্র মো. আবদুল (২০), বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাট এলাকার মৃত আবুল মাঝির পুত্র মো. কামাল, একই এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র বাবলু (২৮)

ওসি বলেন, গত শুক্রবার রাতে নোয়াপাড়ায় গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ৫ জনকে গতকাল চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় গুলিতে আহত মহিউদ্দিনের ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে গত শুক্রবার রাতে ২৩/২৪ জন সন্ত্রাসীকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া ও আসাদ আলী মাতব্বর পাড়া এলাকায় একদল সন্ত্রাসীর গুলিতে অন্তত ১৫ জন গ্রামবাসী আহত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসা নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরবরাহের জন্য অপেক্ষায় ওয়াসার ভাণ্ডালজুড়ি প্রকল্প
পরবর্তী নিবন্ধসড়কে প্রাণ গেল দুই বাইক আরোহীর