চট্টগ্রাম–রাঙ্গামাটি চার লেইন মহাসড়ক কিনারায় নির্মাণ করা রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিবছর সড়কে অনেক মানুষ দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে অনেকেই হতাহত হয়। সড়কে দুর্ঘটনা কবলিত মানুষের জীবন রক্ষায় এই ট্রমা সেন্টার প্রতিষ্ঠা অপরিহার্য ছিল। এই প্রতিষ্ঠান দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় স্বাস্থ্য মন্ত্রনালয় এলাকায় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর চাহিদা পত্রের অনুকুলে ট্রমা সেন্টার প্রকল্পটি অনুমোদন দেয়। ইতিপূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সব কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত রেখেছিল। গতকাল পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় সড়ক পাশের ট্রমা সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুমন ধর, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ডা. অনুসেন দাশ গুপ্ত, ডা. মোহাম্মদ জাহেদ, ডা.মোহাম্মদ শাহেরিয়ার প্রমুখ।