রাউজান ক্লাব যাকাত তহবিলের শিক্ষা সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন বি এস আর এম গ্রুপের হেড অব কমার্শিয়াল আলী মাহাবুব মোহাম্মদ হোসেন। ডাবুয়া আরবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কে এম আলমগীর মাসউদ আরবনগরী। ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল ওয়াহেদ চৌধুরী, মাসুম চৌধুরী, শামসুদ্দোহা। উপস্থিত ছিলেন মাস্টার আকতার হোসেন, এস এম জাফর চৌধুরী, রিজোয়ান চৌধুরী রুবেল, শফি সিকদার, নাছির,মাস্টার মিজান শরীফ, মামুন, খোরশেদুল আলম চৌধুরী, মো. আলম,মহসীন আলী,মুরাদ, মোজাহেদ প্রমুখ। ।বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই হচ্ছে সর্বোচ্চ বিনিয়োগ, মানুষকে সচেতন করতে শিক্ষার প্রসারে রাউজান ক্লাব যে অবদান রাখছে তা প্রশংসার দাবীদার। বক্তারা শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা অর্জন করে সমাজ বির্নিমাণে কাজ করার আহবান জানান। এতে ৭৫ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের মিলনমেলা
পরবর্তী নিবন্ধআনোয়ারা সদর ইউপির ডিজিটাল সেন্টারে চুরি