রাউজান ক্লাবের মাসিক ইসলামী সেমিনার

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের নিয়মিত মাসিক সেমিনার নগরীর একটি হোটেল মিলনায়তনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ বারের বিষয় ছিল ইসলাম ও মানবাধিকার। এ বিষয়ের উপর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাওলানা এম হাসিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আযহারী। স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ওমর ফারুক। উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ তৌহিদ হোসেন, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান, চবি গনিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ, অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম, ওমান বাংলাদেশ সমতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, আধ্যাপক আবদুজ জাহের, শাহাজাহান মঞ্জু। উপস্থিত ছিলেন ক্লাবের দাতা আলী মাহাবুব মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রিয়াজুল হাসান, মোহাম্মদ ইলিয়াছ, মো. জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াহেদ চৌধুরী, মো. নাছির উদ্দিন বাবুল, এস এম নাজিম উদ্দিন, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ মহসীন আলী। বক্তারা বলেন, বর্তমানে সবদিকে মানবাধিকার লংঘন হচ্ছে। নবী করিম (.) ইসলামে মানবাধিকারের যে শিক্ষা দিয়েছেন তা গ্রহন করলে পুরো পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হতো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রেশন কার্যক্রমের সূচনা