রাউজান ক্লাবের উদ্যোগে ইসলামিক সেমিনার

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

সম্প্রতি নগরীর একটি হোটেলে রাউজান ক্লাবের আয়োজনে ‘ইসলামের খন্ডিত চর্চ া: ইবাদতে কুরআন, বিচার ব্যবস্থায় তাগুত, ইক্বামতে দ্বীনের প্রকৃত রূপরেখা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রবীণ আজীবন সদস্য এস এম সিরাজদ্দৌল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আলআযহারী।

মূল আলোচক ছিলেন মুফাসসিরে কুরআন মাওলানা ক্বারী আবদুল্লাহ আল আমীন। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিক শাহজাহান মঞ্জু, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইরফান চৌধুরী, আবদুর রহমান চৌধুরী। এতে পবিত্র কালামে পাক থেকে তেলোওয়াত করেন মেহেদী জামে মসজিদের খতিব হাফেজ তাওহিদুল ইসলাম। মূল আলোচকের বক্তব্যে আবদুল্লাহ আল আমিন বলেন, আল্লাহ তায়ালা মানুষের জন্য একটিমাত্র বিধান পাঠিয়েছেন দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রত্যেক জাতির কাছে আল্লাহতায়ালা রাসূল পাঠিয়েছেন এবং তাঁদের অভিন্ন বার্তা ছিলতোমরা আল্লাহতায়ালার দাসত্ব কর এবং তাগুতকে বর্জন কর। তাগুত শক্তি দুনিয়ার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায় না এবং কেউ করতে চাইলে বাধা প্রদান করে। তিনি বলেন, নামাজ, রোজা, হজ্জ্ব ও যাকাত আল্লাহর কোরআন থেকে নিলেও বিচার ফয়সালা তাগুত থেকে নেয়যা সম্পূর্ণ শরিয়াহ বিরোধী। সেমিনারে দু’জন মেধাবীকে সম্মাননা প্রদান করা হয়। ৪৪ তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় সারা বাংলাদেশে ১৮ তম স্থান অধিকার করায় মোহাম্মদ কেফায়েত উল্লাহ ও ১৬ তম বিজেএস পরীক্ষায় সহকারি জজ নিয়োগ পাওয়ায় মোহাম্মদ নসরুল্লাহ সায়েমকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক ছাত্র সংসদ চবি শাখার নেতৃত্বে মুনতাসির ও মাসনুন