রাউজান ক্লাবের ইসলামিক সেমিনার

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের উদ্যোগে ধারাবাহিক মাসিক সেমিনার ‘কোরআনসুন্নাহ্‌ ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই ন্যায় বিচারের একমাত্র অনুষঙ্গ’ গত ২২ মে নগরীর জুবিলী রোডস্থ একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান ক্লাবের আজীবন সদস্য আবু বকর চৌধুরী। এতে মুখ্য আলোচক হিসাবে বিষয়টির উপর বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল্‌ আযহারি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান।

মুখ্য আলোচক প্রফেসর আযহারি আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় না নেওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি শৃঙ্খলা কোনদিন আসবে না বলে মন্তব্য করেন। আল কোরআনের রাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে গুম, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা নিমিষেই দূরিভূত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান চৌধুরী, আবু জাফর চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ মহসিন চৌধুরী, সায়ফুদ্দিন আহমদ, সৈয়দ অহিদুল আকবর শাহীন, রিয়াজুল হাসান, নাসির উদ্দিন বাবুল, মাওলানা মোহাম্মদ জহুরুল আনোয়ার, প্রকৌশলী মোহাম্মদ সাইদুল হক, সিএম আলী হায়দার, কিউসি কর্মকর্তা হারুন অর রশীদ, মো. আশরাফ উদ্দিন, মো. ইয়াছিন, এস এম জাফর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোম এন্ড বেয়ন্ড স্টলে ক্রেতাদের ভিড়
পরবর্তী নিবন্ধআল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বায়াত গ্রহণ করা আবশ্যক