অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজান আদ্যা মন্দিরে আগামী ২০ অক্টোবর শ্যামা পূজা ও ২২ অক্টোবর অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে। বিগত বছরের ন্যায় এবছরও আদ্যা মায়ের পূজা (শ্যামা পূজা) এবং অন্নকূট উৎসব আদ্যা মন্দিরের প্রধান পুরোহিত তপন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত হবে। ভক্তদের অনুষ্ঠানে অংশগ্রহণ ও মায়ের পূজার জন্য মন্দিরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। শ্যামা পূজা ও ২২ অক্টোবর অন্নকূটের ভোগারতি নিবেদন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। দুই দিনের পূজা ও উৎসবে নির্ধারিত সকলের উপস্থিতি কামনা করেছেন অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।