রাউজানে ৫ লাখ চারা বিতরণ কর্মসূচি আজ

উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর আমন্ত্রণে আজ রাউজান আসছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের রাউজানে ৫ লাখ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে এসব চারা রোপণের উদ্যোগ নিয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে জানান, ২০১৭ সালে আমাদের এমপি মহোদয় রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১ ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছ রোপণ করে বৃহত্তর পরিসরে সবুজায়নের বিপ্লব শুরু করেছিলেন। সোমবার ১৭ জুলাই ৫ লাখ চারা লাগানোর মাধ্যমে এই রাউজানে সূচনা করবেন সবুজায়নের দ্বিতীয় বিপ্লব। কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উপস্থিতিতে ক্লিন, পিংক, গ্রীণ রাউজানের সবুজ প্রেমীরা অনুপ্রাণিত হবেন। জানা যায়, আজ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি এবং রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব চারা বিতরণ করবেন। এ কর্মসূচিতে পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ জাতীয় গাছের চারা বিতরণ করা হবে। এর আগে ২০১৭ সালে ১ ঘন্টায় রোপন করা ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা গুলো এখন ফলন দিচ্ছে। এছাড়াও সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী চারা লাগানোর ধারাবাহিকতা রক্ষা করে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার চারা বিতরণ করে আসছেন। এছাড়াও কৃষিমন্ত্রী আজ দুপুরে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর গহিরাস্থ বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দ্যেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধনাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আবদুছ ছবুর
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আ. লীগ কার্যালয়ে শিক্ষকদের কর্মসূচি!