রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রাম থেকে তিন ভুয়া কবিরাজকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নোয়াপাড়া ফাঁড়ীর পুলিশ দল ওই গ্রামের জনৈক মোরশেদের বাড়িতে অভিযান চালায়। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ পেয়ে মোরশেদ, মনছুর ও পুতিয়া জলদাস নামের তিনজনকে আটক করে। এ সময় ঔষধ তৈরির বিভিন্ন ধরণের উপকরণের বস্তাও জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, পাঁচখাইন গ্রামের অনেকেই ভুয়া কবিরাজ সেজে চটকদার বিজ্ঞাপন ছাপিয়ে সারা দেশে বিলি করে। এসব কবিরাজদের অনেকের এ সংক্রান্ত কোন লেখাপড়া নেই। দীর্ঘ সময় ধরে এসব ভুয়া কবিরাজ দেশের বিভিন্নস্থান থেকে কুরিয়ার ও মানিঅডারের মাধ্যমে টাকা গ্রহণ করে কবিরাজি ঔষধের নামে ডাকঘরের মাধ্যমে পার্সেল পাঠাচ্ছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল অভিযানের কথা স্বীকার করে বলেন আটক ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে।