রাউজানে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রশাসনের উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, এসিল্যান্ড অতীশ দর্শী চাকমা, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, ভূপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রমুখ।