রাউজানে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ গিয়াস কাদেরের

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাউজানে বিগত সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে এবং পরে রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা যথাযথ মনোযোগী হবেন এবং চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত সবাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে দ্রুততম সময়ে দেশ জুড়ে বহুল আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আবদুল হাকিমের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করায় চট্টগ্রাম জেলা পুলিশসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

বিবৃতিতে সাবেক এ সংসদ সদস্য বলেন, চট্টগ্রাম জেলা পুলিশসহ অন্যান্য সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমি চিঠি লিখেছিলাম। দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে বাড়িতে আসা মাইক্রোবাস কেড়ে নিল শিশুর জীবন
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে রেল কর্মকর্তা আহত