রাউজানে স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান

মাস্ক না পরায় জরিমানা

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে রক্ষায় সরকারের দেয়া বিধি-নিষেধ আরোপে মাঠে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বিধি-নিষেধ বলবৎ করতে রাউজান ফকির হাট বাজার ও মুন্সির ঘাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে মুখে মাস্ক না পরার অপরাধ ও অতিরিক্ত যাত্রী বোঝাই করায় সড়ক পরিবহন আইনে ৭টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা পালন করতে আগামীতে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধকৈয়গ্রাম সেতুর ৮০ শতাংশ কাজ শেষ