রাউজানে সাত বসতঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

রাউজান পৌর এলাকা ছিটিয়াপাড়ায় গত ৩ মে শনিবার রাতে সাত বসতঘরে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। এ হামলায় জড়িত থাকার অভিযোগে মঞ্জুরুল আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার রাতে যুবদল নেতাকর্মী পরিচয় দিয়ে একটি দল পৌরসভার ৬ নং ওয়ার্ড ছিটিয়াপাড়ায় গিয়ে সাতটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয় কয়েকজন। আক্রান্তদের অভিযোগ যুবদল নেতা পরিচয়ধারী মঞ্জুরুল আলম এই হামলার নেতৃত্বে ছিল। জানা যায়, ওই রাতে সজল দাশ গুপ্ত, প্রমোদ দাশ গুপ্ত, রুবেল দাশ গুপ্ত, নরেশ দাশ গুপ্ত, অলক দাশ গুপ্ত, লক্ষণ বিকাশ দাশ গুপ্ত, অঞ্জন চৌধুরীর বসতঘরে হামলা চালানো হয়। হামলার শিকার সজল দাশের অভিযোগ, তিনি ভিটায় পাকা ভবন নির্মাণের কাজ চালাচ্ছিলেন। হামলাকারীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আক্রান্ত পরিবার সমূহের মধ্যে কেউ থানায় মামলা করেনি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঞ্জুরুল আলমকে আটক করা হয়েছে। আগের একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা করলে জড়িত অন্যদের আটক করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন ফাতেমা রহমান সনজির ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসাবেক সিভিল সার্জন ডা. অনিল কান্তি বড়ুয়ার পরলোকগমন