রাউজানের এক স্কুল পড়ুয়া শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে রাউজান থানা পুলিশ জালাল আহমদ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত দায় স্বীকার করে বলেছেন, ৬ষ্ঠ কলাম
তার উপর শয়তান ভর করায় এ কাজ করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জালাল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্নিয়া পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র। গত মঙ্গলবার দুপুরের দিকে পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিশু স্কুল থেকে বাসায় ফেরার পথে জালাল টাকা ও মোবাইল দেয়ার প্রলোভনে ফেলে স্থানীয় ইমাম গাজ্জালী কলেজের পার্শ্ববর্তী ঝোঁপে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে যৌন নিপীড়ন করে। আহত শিশুটি ছাড়া পেয়ে বাসায় গিয়ে ঘটনার কথা স্বজনদের জানায়। পরে শিশুটির মা ও মামা স্থানীয়দের পরামর্শে রাউজান থানায় এসে একটি মামলা করে ওই দিন সন্ধ্যায়।
থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেছেন, অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, জালাল আহমদের বিরুদ্ধে বাঁশখালী থানায়ও এ ধরনের নিপীড়নের ঘটনায় শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে।












