রাউজানে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) শাহনগর, সাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক মানবিক ও জনসচেতনতামূলক রক্তদান কর্মসূচি। গতকাল শুক্রবার দিনব্যাপী এই আয়োজনটি মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সহযোগিতায় দায়রা শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি ডা. ফরিদুল ইসলাম, সহসভাপতি মুহাম্মাদ সোহেল চৌধুরী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাউজান উপজেলা কমিটির সভাপতি মুহাম্মাদ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, এবং হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী। রক্তদান ক্যাম্পে শতাধিক তরুণ অংশগ্রহণ করে। কর্মসূচির মাধ্যমে অনেকেই তাদের রক্তের গ্রুপ নির্ধারণ করে এবং রক্তদানের জন্য নাম তালিকাভুক্ত করেন।

এতে মোট ৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। মুহাম্মাদ সোহেল চৌধুরী বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের জন্ম। আজকের এই রক্তদান কর্মসূচি আমাদের তরুণ সমাজকে মানবিকতা ও দায়িত্ববোধের দিকে আরও একধাপ এগিয়ে দিল। ভবিষ্যতেও আমরা জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।” প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটির সভা
পরবর্তী নিবন্ধপেকুয়ার কৃষক লীগ সভাপতি চট্টগ্রামে গ্রেপ্তার