রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দিয়েছেন। গতকাল শুক্রবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে উপজেলার উত্তর-দক্ষিণ দুই প্রান্তের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অপারিজিতা আশ্রম পুকুর ও দক্ষিণ রাউজানের কাপ্তাই সড়কের পাশে গঙ্গা মন্দির জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এদিন বিকালে পৌর এলাকার অপারিজিতা আশ্রমে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী। সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দিলীপ কুমার চক্রবর্তী, টিপু কান্তি দে, অশোক পালিত, উজ্জল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ধীলন মুহুরী, প্রদীপ শীল, তপন দে, দিপলু দে দিপু, প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত, আবু ছালেক প্রমুখ। উপজেলার দক্ষিণাংশের গঙ্গামন্দিরের জলাশয়ে সর্বাধিক প্রতিমা বিসর্জন দেয়া হয়। জানা যায়, এখানে পূজার্থীরা গাড়িতে করে উৎসবমুখর পরিবেশে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে আসে। শত শত নারী-পুরুষ এখানে দাড়ি দেবিকে বিদায় দেয়ার দৃশ্য অবলোকন করে। গঙ্গা মন্দিরের এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীসহ কমিটির নেতৃবৃন্দ।












