মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে রাউজান মোহাম্মদপুরস্থ খানাকাহ এ আশরাফীয়ায় শানে মোস্তফা (দ.) মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত মুফতি সৈয়দ শাহ মুহাম্মদ হাসান আশরাফ জিলানী। সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন এম সাইফুল ইসলাম নেজামী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল মান্নান, নুর মোহাম্মদ রানা, সৈয়দ ফরিদ উদ্দিন মসউদ আশরাফী, মন্নান খান আশরাফী, মুহাম্মদুর রহমান, নাছির উদ্দিন চৌধুরী,মুহাম্মদ আবুল কাসেম, সরওয়ার হেলাল, হাসান মুরাদ মাইজভান্ডারি, সৈয়দ মুহাম্মদ সায়েম, শায়ের বোরহান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











