রাউজানে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নাামেন্ট’২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রাউজান দারুল ইসলাম কামিল (এম.এ) মাদরাসা মাঠে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল।
উদ্বোধক ছিলেন রাউজান পৌর যুবদলের সিনিয়র যুবদল নেতা মো. রেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মো. তৌহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ সালাহউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন সুজন, জাকের হোসেন বাহাদুর, মো. সরোয়ার খান মঞ্জু, শহীদ চৌধুরী, আশেকুর রহমান ফয়েজ, দেলোয়ার, মো. ফোরকান, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মঞ্জু, মো. রাসেদ, গাজী সোহেল, হাশেম, রশিদ, রাসেল, ইয়াসিন আরফাত, রাইদুল, সম্রাট প্রমুখ।