রাউজানে লোকালয়ে অজগর, বনে অবমুক্ত

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ১:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মাছ ধরার জালে আটকা পড়েছে একটি নির্বিষ অজগর সাপ। শুক্রবার (৫ জুলাই) রাতে রাউজান উপজেলার ২নম্বর ডাবুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ হিংগলা কাজীর টিলা এলাকার পাশে মাছ ধরার জালে আটকা পড়েছিল সাপটি।

সাপটি সেখান থেকে উদ্ধার করে আজ শনিবার সকালে বনবিভাগের নিকট হস্তান্তর করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি গণমাধ্যমকর্মী শফিউল আলম। তিনি বলেন, আমার এলাকায় সাপটি ধরা পড়েছিল। আমি মারতে না দিয়ে জীবিত অবস্থায় বনবিভাগ কর্তৃপক্ষকে হাস্তান্তর করে।

তারা বনে অবমুক্ত করেছে। জানা যায়, সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, ওজন প্রায় ১০ কেজির বেশি। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার উজ্জল কান্তি মজুমদার বলেন, সাপটি বনে অবমুক্ত করা হয়েছে।

এদিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিতম সুর রায় বলেছেন, রাউজানের ডাবুয়া ইউনিয়নে সাপটির ছবি দেখেছি। সেটি নির্বিষ অজগর সাপ। চট্টগ্রামে রাসেল ভাইপার্সের কোনো অস্তিত্ব নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপ না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাওরে নিখোঁজ রাউজানের তরুণের লাশ উদ্ধার