রাউজানে যুবদল কর্মী সেলিম হত্যায় ব্যবহৃত টেক্সি জব্দ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রাউজানের যুবদল কর্মী সেলিম হত্যাকাণ্ডে খুনিদের ব্যবহৃত সিএনজিচালিত টেক্সিটি জব্দ করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়ার মিয়া মার্কেট এলাকার আবদুর রহিমের গ্যারেজের পাশে পরিত্যক্ত অবস্থায় থেকে গাড়িটি জব্দ করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। গত ৬ জুলাই একদল বোরখা পরিহিত সশস্ত্র সন্ত্রাসী টেক্সি ও মোটরসাইকেল নিয়ে এসে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় সেলিমকে মাথায় ও মুখে গুলি করে হত্যা করে। তারা খুনের ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের আশরাফ শাহ মাজার গেট দিয়ে পাহাড়ের দিকে চলে যায়। এলাকাবাসীর দেয়া তথ্যমতে নিহত সেলিম দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে ওই দিন খুন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে দরিদ্ররা পেলেন বিজিবির ঢেউটিন ও আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত