রাউজানে মুজিববর্ষে ঘর পাচ্ছে ৫৪ গৃহহীন পরিবার

রাউজান প্রতিনিধি | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৪ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে রাউজানের ৫৪টি গৃহহীন পরিবারকে ঘর দেয়া শুরু হয়েছে।
৫০টি গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, ২টি ঘর উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, ১টি উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব ও একটি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ নির্মাণ করে দিচ্ছে। এসব ঘর পাচ্ছেন ১৪ ইউনিয়ন ও পৌরসভায় গৃহহীন পরিবারসমূহ।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায় টিনের ছাউনিতে সেমি পাকা করে দেয়া ঘরে একটি বেড, একটি কিচেন, একটি বাথ ও একটি বসার রুম রাখা হয়েছে। সামনে রাখা হয়েছে বারান্দা। প্রতিটি ঘর নির্মাণে খরচ করা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন, “গৃহহীনদের এসব ঘর ১৬ ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ গরুর মাংস বিক্রি করতে গিয়ে দিতে হলো লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধজাতির জনকের জীবন ও সংগ্রাম নিয়ে ‘বঙ্গবন্ধু গ্যালারি’