রাউজানে মায়ের গরু চুরি করে ধরা ছেলেসহ ৩ যুবক

রাউজান প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৮:৫৪ অপরাহ্ণ

রাউজানে তিন গরু চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। আজ শনিবার দুপুরে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হিংগলা বটতল এলাকাবাসী তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

অভিযুক্ত তিন গরু চোর হলেন, উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিংগলা এলাকার আবদুস ছবুরের ছেলে মনির হোসেন (২৩), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আরব নগর এলাকা আবদুর রাজ্জাকের ছেলে ওবাইদুজ্জামান (২৪) ও একই এলাকার আবদুল মান্নানের ছেলে মো. মোবিন (২৫)।

জানা যায়, গত কয়েকদিন আগে ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিংগলা এলাকার গৃহিনী রেহেনা বেগমের একটি গরু চুরি হয়। শুক্রবার গরুটি নিয়ে পালানোর সময় পাশ্ববর্তী কাউখালী উপজেলার বালু খালি এলাকায় সন্দেহের বসে একটি গরুসহ দুই চোরকে আটক করেন উপজাতিরা।

খবর পেয়ে সেখানে গিয়ে রেহেনা বেগম গরুটি তার বলে শনাক্ত করেন। আটক দুইজনের স্বীকারোক্তিতে উঠে আসে রেহেনার সতীনের ছেলে মনির হোসেনের নাম। শনিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আটক তিন গরু চোরকে হাজির করেন রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হিংগলা বটতল এলাকায়।

খবর পেয়ে মুহুর্তে জড়ো হন স্থানীয় কয়েক’শ লোকজন। সে সময় জড়ো হতে থাকেন বিগত সময়ে চুরি যাওয়া ১০-১২ জন গৃহস্তি। তাদের অভিযোগ ওই এলাকা থেকে গেল কয়েক মাসে অন্তত ২০টি গরু চুরির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাউজান থানা পুলিশ। পুলিশের উপস্থিতিতে গরুচোরদের গণপিটুনী দেন স্থানীয়রা। গাড়িতে তোলার সময় অভিযুক্তদের পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন উত্তেজিত জনতা। পরে পুলিশ তাদের গাড়িতে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা প্রদান শেষে থানায় নিয়ে যান।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, গরুর মালিক মামলা দায়ের করলে আটক চোরদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, চুরি যাওয়া গরু ফিরে পেয়ে আবেগাপ্লুত হন গৃহিণী রেহেনা বেগম।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৫