দ্বাদশ সংসদ নির্বাচনে আগামীকাল ৭ জানুয়ারি চট্টগ্রাম–৬ নির্বাচনী আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোট গ্রহণে প্রস্তুত রাখা হয়েছে ৯৫টি কেন্দ্রে। এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা তিন লাখ ১৬ হাজার ৯২০, নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৭০২, পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৬৬ হাজার ২১৮জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণের ৯৫টি কেন্দ্রে বুথ কক্ষ থাকছে ৭০৭টি। অস্থায়ী কক্ষ রাখা হয়েছে ১০২টি। সব মিলিয়ে ভোট গ্রহণের সার্বিক সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী এলাকার রাস্তাঘাটে বিজিবি, র্যাবের গাড়ি টহল দিচ্ছে। আইনশৃক্সখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন চারজন ম্যজিস্ট্রেট।
উল্লেখ্য যে, এই আসনে প্রার্থী আছেন পাঁচজন। তাদের মধ্যে নৌকায় এবিএম ফজলে করিম চৌধুরী, চেয়ার প্রতীকে স.ম. জাফর উল্লাহ, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম, লাঙ্গল প্রতীকে শফিউল আলম ও সোনালী আঁশ প্রতীকে ইয়াহিয়া জিয়া।