রাউজানে ভারী বর্ষণে ধসে পড়েছে ৩টি কাঁচা বসতঘর

রাউজান প্রতিনিধি | সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

ভারি বৃষ্টিতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে ৩টি কাঁচা বসতঘর (মাটির গুদাম) ধসে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আশা দাশ (৮০) নামে এক বৃদ্ধা ও বৃত্তি দাশ (৪০) দুই নারী আহত হয়েছেন। আহত আশা দাশ জুনু দাশের স্ত্রী ও বৃত্তি দাশ গৌঙ্কিম দাশের স্ত্রী। ঘর ধসে ক্ষতিগ্রস্তরা হলেন গৌঙ্কিম দাশ, মিন্টু দাশ, সিবু দাশ। স্থানীয় লোকজন জানিয়েছেন, ভারি বর্ষনে ও পাহাড় থেকে পানি নেমে মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে। এসময় কাঁচা বসতঘর তিনটি ধসে পড়ে। ঘরে থাকা আশা দাশ ও বৃত্তি দাশ নামে দুই নারী সামান্য আহত হয়েছে বলে তারা জানান।

আহত দুইজন প্রাথমিক দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ভারিবর্ষনের কারণে তিন ভাইয়ের দুটি কাঁচাঘর ধসে গেছে। তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকাটি নিচু হওয়ায় পানির নিচে তলিয়ে যায়।

এদিকে চুয়েট ক্যাম্পাসে নিচু জায়গায় পানি থৈ থৈ করছে। পৌর এলাকার বিভিন্নস্থানে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় রাস্তঘাট ডুবে যাচ্ছে। কিছু বাড়িতে পানি ঢুকেছে।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, পাহাড়তলীতে ‘ঘর ধসের খবর পেয়েছি, বিষয়টি পাহাড়তলীর চেয়ারম্যানকে দেখতে বলেছি। এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য যতদূর সম্ভব ব্যবস্থা ও সতর্ক থাকতে বলেছি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে হতাহদের পাশে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধসিআইইউতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা