বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বৃক্ষরোপণ, শিক্ষাসামগ্রী বিতরণ এবং আত্মউন্নয়ন ও মেডিটেশন গত ২৬ জুলাই রাউজান উপজেলাধীন বৈদ্যপাড়া গ্রামে কালচারাল পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া; সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া; ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক প্রকৌশলী লিটু কুমার বড়ুয়া; চট্টগ্রাম অঞ্চলের সাবেক সহ–সভাপতি সৌরভময় চৌধুরী; বর্তমান সহ–সভাপতি সুমন বড়ুয়া বাপ্পি এবং তুষার বড়ুয়া। এতে বাবৌযুপ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড উদ্বোধনী ভাষণ দেন। বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া; বৃক্ষরোপণ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির আহ্বায়ক উত্তম কুমার বড়ুয়া; সচিব অলক বড়ুয়া; অর্থ–সচিব বিশ্বজিৎ বড়ুয়া রেবু প্রমুখ।
পরবর্তীতে কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা ও পরিচালক মি. নান্টু বড়ুয়ার পরিচালনায় নির্ধারিত বিষয়ের ‘আত্মউন্নয়ন ও মেডিটেশন’ উপর আলোচনাসহ ধ্যানানুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।