রাউজানে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

ঈদুল আযহাকে সামনে রেখে রাউজানে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল ১৭ জুন রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ সংকট মুক্ত রেখে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা রেখেছেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করতে রাউজানবাসীর প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি,আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,সওকত হাসান,নাছিমা আকতার,জান্নাতুল ফেরদৌস ডলি। উল্লেখ্য এই কর্মসূচির আওতায় এবার রাউজানে সর্বমোট ১১ হাজার ১৭২ দুস্থ পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন। এর মধ্যে পৌরসভা ৪ হাজার ৬২১ ও উপজেলার ১৪ ইউনিয়নে পাচ্ছে ৬ হাজার ৫৫১ দুস্থ পরিবার।

পূর্ববর্তী নিবন্ধকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত