রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাউজান নোয়াপাড়া পথেরহাটের হাজী সুলতান মার্কেটে গত ২৬ নভেম্বর রাতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান মোহাম্মদ বাপ্পি (৩০) মারা গেছেন। গতকাল বুধবার সকালে শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।

জানা যায়, সুলতান মার্কেটটি নির্মাণ করা হয়েছে ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইন ঘেঁষে। রোববার সন্ধ্যার পর মার্কেটের তিন তলায় কাজ করছিলেন বাপ্পি। এ সময় মার্কেটের কার্নিশের সাথে থাকা বিদ্যুৎ লাইনে বাপ্পি বিদ্যুৎস্পৃষ্ট হয়। শরীর ঝলসে গিয়ে ছিঁটকে পড়েন দ্বিতীয় তলায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে গেলে গতকাল বুধবার সেখানেই তিনি মারা যান। ঘটনার কথা স্বীকার করেছেন মার্কেটের মালিক মোহাম্মদ আয়ুব।

তার স্বজনরা জানান, নিহত বাপ্পি ঢাকার মোহাম্মদ রানার পুত্র। তিনি মায়ের সাথে থাকতেন রাউজান নোয়াপাড়া ইউনিয়নের মুন্দারবাড়ির নানার বাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে যাচ্ছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ৬ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা