রাউজানে পৃথক দুটি ঘটনায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে জান্নাতুল নাঈম (৭) নামে এক শিশু ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিজিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুটি ঘটনা ঘটেছে গতকাল সোমবার সকাল ও দুপুরে। জানা যায়, গতকাল সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়িতে শিশু নাঈমার মৃত্যু হয় ডুব দিয়ে পুকুর থেকে আম উঠাতে গিয়ে। শিশুটি ওই এলাকার দুবাই প্রবাসী আবদুল জব্বারের কন্যা। সে স্থানীয় সালাম লায়লা এবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায় মাদরাসা থেকে ঘরে ফিরে বোনকে নিয়ে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান নাঈমা। গাছ থেকে পুকুরে পড়া আম তুলতে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে। অপরদিকে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঘন হাজীর বাড়ীর আবদুস সালামের স্ত্রী। স্থানীয়রা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যুর কথা জানালেও নিহতের ছেলেদের দাবি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয় তার মায়ের মৃত্যু হয়েছে ষ্ট্রোক করে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন এই ধরণের কোনো ঘটনা নিয়ে থানায় কেউ আসেনি। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়ে খবর নিতে পুলিশ পাঠানো হবে।












