দক্ষিণ রাউজানের মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির মিলায়তনে গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. অমেলেন্দু মহাজন।
প্রধান প্রতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জানে আলম। গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সুজন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আরফাত মামুন, আইয়ুব খান জনি, মুহাম্মদ আকবর হোসেন, তসলিম উদ্দিন, ধনা মালাকার, সনজিত বৈদ্য পিন্টু,অরুণ মহাজন, খোকন চন্দ্র সেন, সমীর মালাকার, সুমন মালাকার,টিটু মহাজন,রিটন মহাজন, রিষিকেশ ঘোষ, সাধণ শীল, অসীম দাশ প্রমুখ।