রাউজানে বিএনপি নেতাসহ দুইজন আটক

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাউজানের এক বিএনপি নেতা ও এক অস্ত্রধারী ব্যক্তি পৃথক পৃথক স্থান থেকে আটক হয়েছে। ওমান প্রবাসী ইয়াছিন চৌধুরী বাড়ি পোড়ানো মামলায় র‌্যাবের হাতে আটক হয় রাউজানের ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আজিজুল হক (৫৫)। দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকা থেকে স্থানীয়রা গত শনিবার রাতে কামাল (৪০) নামের এক যুবককে বন্দুক ও কার্তুজসহ ধরে পুলিশে দিয়েছে।

জানা যায়, র‌্যাবের হাতে আটক বিএনপি নেতা আজিজুল হক পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ওমানে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি দেশে আসেন। তার বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর ৫০ থেকে ৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে রাউজান চিকদাইর গ্রামের ওমান প্রবাসী সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়ি পোড়ানো ও ভাঙচুর করার অভিযোগ রয়েছে।

জানা যায়, গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব৭ এর একটি দল।

অপর দিকে শনিবার রাতে দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন এলাকার লাম্বুরহাট এলাকা থেকে অস্ত্র নিয়ে ঘোরাঘুরির সময় স্থানীয় কামাল উদ্দিন নামে এক সন্ত্রাসীকে এলাকার লোকজন আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। তার কাছে হাতে তৈরি একটি বন্দুক ও একটি কার্তুজ পাওয়া যায়। রাউজান থানার উপপরিদর্শক মুহাম্মদ আলমগীর এ প্রসঙ্গে বলেন, আজিজুল হক ওমান প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানো মামলার আসামি। র‌্যাব আদালত এলাকায় আজিজুলকে পুলিশের হাতে হস্তান্তর করে জানিয়ে তিনি বলেন, আদালত তাকে জেলে পাঠিয়েছে। অপরদিকে বাগোয়ানের পাঁচখাইন এলাকা থেকে আবদুল হকের ছেলে কামালের বিরুদ্ধে বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি। আদালতের মাধ্যমে তাকেও জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধফলো অন এড়ালো বাংলাদেশ