রাউজানের পৌর এলাকার জগৎমোল্লাপাড়া ও পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া বধ্যভূমি পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী হ্যারি ফান বোমেল এর নেতৃত্বে একটি দল। দলটি গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। দলে ছিলেন আমস্টারডাম ইউনিভার্সিটির জেনোসাইড বিশেষজ্ঞ ড. অ্যান্থনী হোল স্লাগ, ফ্রেন্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রাপ্ত যুক্তরাজ্যের সাংবাদিক ক্রিস ব্ল্যাক বার্ন, ইবিএফ হল্যান্ড সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া, হল্যান্ড শাখার সভাপতি আনসার আহমদ উল্যাহ। তাদের সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত, শওকত বাঙালি। গত ২৫ মে আন্তর্জাতিক এই প্রতিনিধি দলটিকে রাউজানে স্বাগত জানান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। পরিদর্শক টিমটি পৌরসভার জগৎমল্লপাড়া ও ঊনসত্তরপাড়ার বধ্যভূমি পরিদর্শন করেন এবং শহীদ স্বজনদের সাথে কথা বলেন। পৌর মেয়র জমির উদ্দিন বধ্যভূমিতে শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধগুলো দেখান। পরিদর্শনের সময় দলটির সাথে ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, পৌর কাউন্সিলর শওকত হাসান, প্রফেসর নিরদ কুল, ডা. মুকুল কান্তি রায়, প্রদীপ দে, দিপলু দেসহ বীর মুক্তিযোদ্ধাগণ।