বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা-২ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা পৌরসভা-১ একাদশকে পরাজিত করে। খেলার শুরুতে ভার্সুয়ালি বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। পরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন । অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্বপন দাশ গুপ্ত, জসিম উদ্দিন, বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, চেয়ারম্যান নুরুল আবছার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন, ওসমান গণি রানা। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব উদ্দিন মন্ত্রনালয় ও রাউজান উপজেলা ক্রীড়া পরিষদ।