রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেচ্ছা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। গত বুধবার বিকালে রাউজান সরকারী কলেজ মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন । এই টুর্নামেন্টে রাউজানের ১৪টি ইউনিয়নের ১৪টি ও পৌরসভার ২টি দল অংশ গ্রহন করছে । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর ও রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, সওকত হাসান,আজাদ হোসেন, এডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান ভুপেশ বড়পয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দি সিকদার, সাহাবুউদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, বিএম জসিমউদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন, বাবুল মিয়া মেম্বার, ওসমান গণি রানা, মুছা আলম খান প্রমুখ।