রাউজানে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

রাউজান প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (১২ মে) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার জলিলনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।

অভিযানে সহায়তা করেন হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম। অভিযান চলাকালে ফিসটেন না থাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল, সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা ও নগদ অর্থ জরিমানা করা হয়।

এবং বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয়। অভিযান দেখে বেশ কিছু যানবাহন গাড়ির গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের জলিলনগর এলাকা এড়িয়ে চলেন।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে হাইওয়ে থানায় ১০টি মামলা রুজু করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযানে ২০টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আচরণবিধি ভঙ্গ করায় চেয়ারম্যান প্রার্থী ইরানকে জরিমানা
পরবর্তী নিবন্ধসবুজায়নে সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেমিনার