রাউজানে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাউজান প্রতিনিধি | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

রাউজানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ। চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নিয়েছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। কর্মসূচির আওতায় উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার চার শতাধিক কৃষককে দুই হাজার কেজি বীজ, আট হাজার কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

গত ৬ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, সঞ্জিব কুমার সুশীল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবস্তিবাসী ও হতদরিদ্রদের মাঝে সাবেক মেয়র মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের আলোকিত মা সম্মাননা প্রদান