রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকা দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় এই তথ্য জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল। তিনি বলেছেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক পার্শ্বস্থ বাগোয়ান ইউনিয়নের পশ্চিম গশ্চির গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ওরফে ইউসুফ ভান্ডারী (৫০), একই উপজেলার ভাটিয়ারী ইউপির ১ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মো. দিদার (৫৫), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাকিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের মো. খলিল (৪৫), সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সলিমপুর গ্রামের প্রয়াত রাজা মিয়ার ছেলে মো. তসলিম উদ্দিন ওরফে তসলিম ড্রাইভার (৪২) ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আনেয়ার (৩৭)। এসময় তাদের কাছ থেকে একটি কাটার, দুইটি ধারালো দা, একটি ধারালো ছোরা, লোহা কাটার হেক্সো মেশিন, একটি স্ক্রু ড্রাইভার, সাতটি ধারালো কাটার ব্লেড, একটি হেক্সো ব্লেড এবং ডাকাতির কাজে ব্যবহৃত চট্টমেট্রো–গ–১১–৯২৩৫ নম্বরের একটি প্রাইভেট কার (প্রো–বক্স) জব্দ করা হয়।
রাউজান থানার এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইউসুফ ভান্ডারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। তাছাড়া দিদারের নামে ৬টি এবং তসলিম ড্রাইভারের নামে রয়েছে ২টি মামলা।