রাউজানে প্রস্তাবিত সায়েমা ওয়াজেদ অটিজম হোম অ্যান্ড ইনস্টিটিউট পরিদর্শন

মা ও শিশু হাসপাতাল

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫২ পূর্বাহ্ণ

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের (এনডিডি) ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. শাহ আলম গত ১০ মে রাউজান পৌরসভায় অবস্থিত মা ও শিশু হাসপাতালের নতুন প্রস্তাবিত প্রকল্প সায়েমা ওয়াজেদ অটিজম হোম অ্যান্ড ইনস্টিটিউট পরিদর্শন করেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রায় ৩ একর জায়গা প্রদান করেন। মা ও শিশু হাসপাতালের একটি প্রকল্প হিসাবে এখানে বিশেষায়িত শিশুদের জন্য একটি আন্তর্জাতিক মানের অটিজম হোম অ্যান্ড ইনস্টিটিউট গড়ে তোলা হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা ট্রাস্টের সাথে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। প্রকল্প এলাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে একটি বৃদ্ধনিবাসও গড়ে তোলা হবে। এ সময় বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, হাসপাতালের আজীবন সদস্য ও নাসিরাবাদ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদ, হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাস, ইমাম রাজি ইবনে জাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ প্রকল্প এলাকায় পৌঁছলে সেখানে রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ অতিথিবৃন্দকে স্বাগত জানান। প্রকল্প এলাকা পরিদর্শন করে এনডিডি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ প্রকাশ করেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢেমশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা
পরবর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের সাথে রাউজান উপজেলা চেয়ারম্যানের সাক্ষাৎ