রাউজানে প্রবাসীর ঘরে দিন দুপুরে চুরি

১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

ঘরে ১২ বছরের ছেলে আলভিকে রেখে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন কলি আকতার। বিকালে ছেলে ঘরে তালা দিয়ে খেলতে যায়। এই সুযোগে চোরের দল গেইটের তালা ও ভিতরের গ্রিল কেটে ঘরে ডুকে নগদ টাকা ও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুঠে নেয়। গত রোববার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া হাদা গাজীর তালুকদার বাড়ির প্রবাসী আজম খানের বসতঘরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে থানায় অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী কলির ভাই মোহাম্মদ ইউছুপ। অভিযোগকারী জানান, এলাকার মানুষ তাকে জানিয়েছে বিকেলের দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে গনির ঘাট সড়কে একটি মোটরসাইকেল রেখে হেঁটে যেতে দেখেছিলেন। অনেকক্ষণ পর তাদের ব্যাগ নিয়ে ওই মোটরসাইকেল চড়ে চলে যেতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের সন্দেহওই মোটরসাইকেল আরোহীরা চোর হতে পারে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, চুরির অভিযোগ পাওয়ার পর ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শেখ রাসেল বইমেলা : নতুন প্রজন্মকে বইমুখী করার আন্তরিক উদ্যোগ
পরবর্তী নিবন্ধমেজবান: চট্টগ্রামের ঐতিহ্যের ধারক